বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে প্রজেক্টে চাকরির খবর

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে প্রজেক্টে চাকরির খবর-Job news on project in bangladesh university of engineering : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রজেক্টে চাকরির খবর এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।  অস্থায়ী ভিত্তিতে প্রোজেক্টের বিভিন্ন পদে  বিশ্ববিদ্যালয়  কর্তপক্ষ ৬২ জন লোক নিয়োগ করবে।  প্রজেক্টের নাম ‘ইমপ্লিমেন্টেশন অব আউটকাম বেসড এডুকেশন (ওবিই) কারিকুলাম অ্যান্ড এক্সটার্নাল অ্যাক্রিডিটেশন অব আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রাম অব বুয়েট’। ৭ ফেব্রুয়ারী ২০২২ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে ।

এখানে উল্লেখিত চাকরির খবর ছাড়াও হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স নিয়োগ নিয়োগ এর খবর,  কৃষি বিপণন অধিদপ্তর নিয়োগ এর খবর , বন অধিদপ্তরে নিয়োগ এর খবর,  ভূমি মন্ত্রণালয় নিয়োগ , বেনাপোল কাস্টম হাউস নিয়োগ এর খবর,পেট্রোবাংলায় নিয়োগ এর খবর, নেকটারে নিয়োগ এর খবর, সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড এ চাকরির খবর জনাতে পারবেন চাকরি আছে ডট কম জব সাইটে। চাকরির খবরের পাশাপাশি ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন পরামর্শ বিশেষ করে বিসিএস প্রিলিমিনারি সিলেবাস , প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি এর জন্য টিপস, সরকারি চাকরির পরীক্ষা ভালো করার উপায় নিয়ে পরামর্শ পেতে পারেন এই চাকরি আছে জব সাইটে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চাকরির খবর

ক্রমিক নং – ১
পদের নামপ্রজেক্ট অফিস ম্যানেজার
পদসংখ্যা১৭ ( সতের জন)
শিক্ষাগত যোগ্যতাবিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
বেতন ৩০,০০০টাকা
আবেদনের শেষ তারিখ৭ ফেব্রুয়ারী ২০২২ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে ।
ক্রমিক নং – ২
পদের নামএক্সটার্নাল কমিউনিকেশনস অফিসার
পদসংখ্যা০৪ (চার জন)
শিক্ষাগত যোগ্যতাবিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
বেতন ৩০,০০০টাকা
আবেদনের শেষ তারিখ৭ ফেব্রুয়ারী ২০২২ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে ।

Job news on project in Bangladesh university of engineering

ক্রমিক নং – ৩
পদের নামডেটা এন্টি অপারেটর
পদসংখ্যা০৭ ( সাত জন)
শিক্ষাগত যোগ্যতাস্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার কম্পোজে প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩৫ শব্দ কম্পোজ করার দক্ষতা থাকতে হবে।
বেতন ২০,০০০টাকা
আবেদনের শেষ তারিখ৭ ফেব্রুয়ারী ২০২২ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে ।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এ চাকরির খবর পাবেন এই লিঙ্কে

ক্রমিক নং – ৪
পদের নামঅফিস অ্যাসিসটেন্ট
পদসংখ্যা১৭ ( সতের জন)
শিক্ষাগত যোগ্যতাউচ্চ মাধ্যমিক পাশ হতে হবে।
বেতন ১২,০০০টাকা
আবেদনের শেষ তারিখ৭ ফেব্রুয়ারী ২০২২ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে ।

আবেদন করার প্রক্রিয়া বা নিয়ম                                     

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে প্রজেক্টে চাকরির জন্য প্রার্থীকে সাদা কাগজে  আবেদন করতে হবে। আবেদন পত্রে নিচের বিষয়গুলো উল্লেখ করতে হবে।

  • নিজের নাম
  •  পিতার নাম
  • মাতার নাম
  • স্থায়ী ও বর্তমান ঠিকানা
  • শিক্ষাগত যোগ্যতা
  • অভিজ্ঞতা
  •  জাতীয়তা
  • জন্ম তারিখ
  • মুঠোফোন নম্বর

প্রয়োজনীয় কাগজপত্র

  • জাতীয় পরিচয়পত্রের ফটো কপি,
  • সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি ছবি
  • প্রতি পদের জন্য আলাদা আবেদনপত্র পাঠাতে হবে।


আবেদনপত্র পাঠানোর ঠিকানা

  • রেজিস্ট্রার, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা।

আবেদনের করার শেষ ও সময়  তারিখ

  • ৭ ফেব্রুয়ারি ২০২২ বিকাল ৫টা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে প্রজেক্টে চাকরির খবর এর ভিবিন্ন পদে যারা আবেদন করতে চান তাদেরকে সময়মত আবেদন করতে হবে।

Leave a Comment