পেট্রোবাংলায় নিয়োগ ২০২২

পেট্রোবাংলায় নিয়োগ ২০২২ Petrobangla Recruitment 2022 প্রকাশি হয়েছে ।বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) একাধিক পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১০ ক্যাটাগরির পদে ১৮ জন কর্মী নিয়োগ করবে পেট্রোবাংলা । আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন শুরু ১লা নভেম্বর থেকে এবং শেষ হবে ২৫ নভেম্বর ২০২২ তারিখে।

সাপ্তাহিক চাকরির খবর পত্রিকায় এই নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়া যাবে। সরাকারি চাকরির খবর, বেসরকারি চাকরির খবর, ব্যাঙ্কের চাকরির খবর, এনজিও চাকরির খবর জানতে ভিজিট করতে পারেন চাকরি আছে জব সাইটে। এ ছাড়াও মেরিটাইম ইউনিভার্সিটি শিক্ষক নিয়োগ এর খবর, খুলনা কর অঞ্চল নিয়োগ  এর খবর, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানিতে চাকরির খবর, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে চাকরির খবর, রপ্তানি উন্নয়ন ব্যুরোতে চাকরির খবর, বিমানবাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ এর খবর , সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড এ চাকরির খবর, জানতে ভিজিট করতে পারেন চাকরি আছে জব সাইটে।

পেট্রোবাংলায় নিয়োগ ২০২২

প্রতিষ্ঠানের নামপেট্রোবাংলা , বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন 
ক্যাটাগরি ০৯ ( নয়)
 পদ সংখ্যা ১৮
নিয়োগের ধরন স্থায়ী
আবেদনের মাধ্যম অনলাইনে আবেদন করতে হবে
আবেদন শুরু১লা নভেম্বর
আবেদন শেষ ২৫ নভেম্বর ২০২২
আবেদন ফি ২০০ টাকা ও ১০০ টাকা
বয়স বিজ্ঞপ্তিতে বিস্তারিত দেয়া আছে

পেট্রোবাংলায় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

পেট্রোবাংলায় নিয়োগ ২০২২ উল্লেখিত পদ গুলো বিস্তারিত নিচে দেয়া হলো। আপনার যোগ্যতামত পদে আবেদন করুন যথা সময়ে।

  • ১. পদের নাম: হিসাব সহকারী , পদসংখ্যা: ৩ , বেতনস্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা , গ্রেড-১৩।
    শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি পাসসহ হিসাব/অডিট/অর্থ বিষয়ে কমপক্ষে চার বছরের অভিজ্ঞতা।
  • ২. পদের নাম: কেয়ারটেকার ,পদসংখ্যা: ১ , বেতনস্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা , গ্রেড-১৩।
    শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি অথবা ন্যূনতম এইচএসসি পাসসহ সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে চার বছরের অভিজ্ঞতা।
  • ৩. পদের নাম: ফোরম্যান , পদসংখ্যা:  ১ , বেতনস্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা , গ্রেড-১৩।
    শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে ডিপ্লোমা/অনুমোদিত সার্টিফিকেট কোর্সসহ কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা।
  • ৪. পদের নাম: নিরাপত্তা সহকারী , পদসংখ্যা: ১ , বেতনস্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা , গ্রেড-১৩।
    শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি অথবা ন্যূনতম এইচএসসি পাসসহ সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে চার বছরের অভিজ্ঞতা।
  • ৫. পদের নাম: ইউডিএ পদসংখ্যা: ২, বেতনস্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা , গ্রেড-১৩।
    শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি অথবা ন্যূনতম এইচএসসি পাসসহ সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে চার বছরের অভিজ্ঞতা।

Petrobangla Job Circular 2022

  • ৬. পদের নাম: স্টেনোটাইপিস্ট , পদসংখ্যা: ২ , বেতনস্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা , গ্রেড-১৪।
    শিক্ষাগত  যোগ্যতা: ন্যূনতম এইচএসসি পাস। সাঁটলিপি ও টাইপিংয়ের গতি প্রতি মিনিটে যথাক্রমে ৮০ ও ৩৫ শব্দ থাকতে হবে।
  • ৭. পদের নাম: ইলেকট্রিশিয়ান , পদসংখ্যা: ১ , বেতনস্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা , গ্রেড-১৬।
    শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি পাস এবং সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে অনুমোদিত ট্রেড/সার্টিফিকেট কোর্সসহ কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা। এ ছাড়া অনুমোদিত প্রতিষ্ঠান থেকে জারিকৃত লাইসেন্স আবশ্যক।
  • ৮. পদের নাম: কম্পিউটার মুদ্রাক্ষরিক , পদসংখ্যা: ৫ , বেতনস্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা , গ্রেড-১৬।
    শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইএসসি পাস এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং । ডেটা এন্ট্রিতে দক্ষতা থাকতে হবে।  কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ থাকতে হবে।
  • ৯. পদের নাম: টেলিফোন অপারেটর , পদসংখ্যা: ১ , বেতনস্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা , গ্রেড-১৬।
    শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইএসসি পাস হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • ১০. পদের নাম: স্টোর অ্যাটেনডেন্ট , পদসংখ্যা: ১ , বেতনস্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা , গ্রেড-১৮।
    শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি পাস। সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

পেট্রোবাংলায় নিয়োগ যেসব জেলার প্রার্থীর আবেদনের প্রয়োজন নেই

  •  পেট্রোবাংলায় নিয়োগ ২০২২  বিজ্ঞপ্তিতে উল্লেখিত ৬ নং পদের জন্য বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, মেহেরপুর ও ঝালকাঠি জেলার বাসিন্দাদের আবেদন করারা প্রয়োজন নেই। । তবে সব জেলার এতিমখানার নিবাসী শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
  • ৭ নং পদের জন্য  ঢাকা, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, শেরপুর, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, জয়পুরহাট, নাটোর, লালমনিরহাট, পঞ্চগড়, মাগুরা, নড়াইল, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝালকাঠি, পিরোজপুর ও বরগুনা জেলার অধিবাসীদের আবেদন করার প্রয়োজন নেই।। তবে সব জেলার এতিমখানার নিবাসী শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
  • ৮ নং পদের জন্য টাঙ্গাইল, নেত্রকোনা, শেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, রাজশাহী, পাবনা, বগুড়া, গাইবান্ধা, খুলনা, যশোর, সাতক্ষীরা, বরিশাল ও হবিগঞ্জ। তবে সব জেলার এতিমখানার নিবাসী শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
  • ৯ নং পদের জন্য গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, নেত্রকোনা, শেরপুর, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, জয়পুরহাট, লালমনিরহাট, পঞ্চগড়, মাগুরা, নড়াইল, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝালকাঠি, পিরোজপুর ও বরগুনা। তবে সব জেলার এতিমখানার নিবাসী শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
  • ১০ নং পদের জন্য গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, জয়পুরহাট, লালমনিরহাট, পঞ্চগড়, মাগুরা, নড়াইল, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝালকাঠি, পিরোজপুর ও বরগুনা। তবে সব জেলার এতিমখানার নিবাসী শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পেট্রোবাংলায় নিয়োগ  বয়সসীমা


পেট্রোবাংলায় নিয়োগ ২০২২ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স সীমা নিচে দেয়া হলো ।

  • আবেদনকারীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
  • বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।
  • বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর।

পেট্রোবাংলায় নিয়োগ  আবেদনপ্রক্রিয়া

  • পেট্রোবাংলায় নিয়োগ ২০২২ এর বিভিন্ন পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।
  •  আবেদনপদ্ধতি, ফি জমাদান ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

পেট্রোবাংলায় নিয়োগ ২০২২ বিজ্ঞপ্তি ঃ বিস্তারিত জানুন

পেট্রোবাংলায় নিয়োগ ২০২২ আবেদন ফি এর পরিমান


পেট্রোবাংলায় নিয়োগ ২০২২ বিজ্ঞপ্তিতে প্রদত্ত পদে আবেন করতে হলে প্রার্থীকে অবশ্যই আবেদন ফি জমা দিতে হবে। আবেদন ফি জমাদানের বিস্তারিত নিচে দেয়া হলো।

  • অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে ফি বাবদ ১ থেকে ৯ নম্বর পদের জন্য ২০০ টাকা ও
  • ১০ নম্বর পদের জন্য ১০০ টাকা জমা দিতে হবে
  •  টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে ফি এর টাকা জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা

পেট্রোবাংলায় নিয়োগ ২০২২ এ বর্ণিত পদে আবেদন করতে হবে বিজ্ঞপ্তিতে দেয়া সময়সীমার মধ্যে। নিচে দখে নিতে পারেন বিস্তারিত

  • আবেদন শুরু ১ নভেম্বর ২০২২  থেকে এবং
  • আবেদন শেষ ২৫ নভেম্বর ২০২২, বিকেল পাঁচটা পর্যন্ত।

পেট্রোবাংলায় নিয়োগ আবেদনের গুরুত্বপুর্ণ তথ্য

  • লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার নোটিশ প্রার্থীর মোবাইলে SMS-এর মাধ্যমে এবং পেট্রোবাংলার ওয়েবসাইট-এর মাধ্যমে জানানো হবে।
  •  গ্রহণ যোগ্য চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সাক্ষাৎকার/মৌখিক পরীক্ষা গ্রহণকালে নির্ধারিত আবেদন ফরমে প্রার্থীর উল্লিখিত তথ্য প্রমাণের জন্য আবশ্যিকভাবে নিম্নলিখিত কাগজপত্র/সনদপত্র এর মূলকপি মৌখিক পরীক্ষা/সাক্ষাৎকার গ্রহণকারী কমিটি/কর্তৃপক্ষের নিকট প্রদর্শনপূর্বক প্রতিটির ০১টি করে সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে:
  • এ নিয়োগের ক্ষেত্রে সরকারি বিধি/নির্দেশ মোতাবেক সকল প্রকার কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। মহিলা কোটা ব্যতীত অন্যান্য কোটা দাবীর সমর্থনে প্রার্থীকে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্রের সত্যায়িত ফটোকপি।
  •  অসম্পূর্ণভুল তথ্য সংবলিত/ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
  • কোন প্রার্থী নিয়োগ লাভের পর তার প্রদত্ত কোন তথ্য মিথ্যা প্রমাণিত হলে নিয়োগ বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পেট্রোবাংলায় নিয়োগ প্রয়োজনীয় কাগজ পত্র

ক) প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (অভিজ্ঞতার সনদপত্র);

(খ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/কাউন্সিলর/সিটি করপােরেশনের ওয়ার্ড কাউন্সিলর/সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ৯ম ও তদূর্ধ্ব গ্রেডভুক্ত কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র;

(গ) প্রার্থী যে ইউনিয়ন/পৌরসভা/সিটি করপোরেশনের বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/কাউন্সিলর/সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রার্থীর নিজ জেলা উল্লেখপূর্বক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র;

(ঘ) প্রার্থীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা জন্ম নিবন্ধন সনদপত্র (প্রার্থী কর্তৃক চাকরির আবেদন ফরমে যে তথ্য প্রদান করা হবে);

(ঙ) মুক্তি যোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং পুত্র-কন্যার পুত্র-কন্যা হিসেবে চাকরিপ্রার্থীর পিতা/মাতা এবং পিতা-মাতার পিতা/মাতা মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তি যোদ্ধা হিসেবে বিবেচিত হবেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পত্র সংখ্যা-০৩.০৭৭.০১.০৪৬.০০.০৪.২০১০-৩৫৬; তারিখ: ০৭.১১.২০১০ মােতাবেক যাঁদের নাম মুক্তিবার্তা পত্রিকায় প্রকাশিত হয়েছিল; অথবা বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয়েছিল; অথবা যাঁরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরযুক্ত সনদপত্র (certificate) গ্রহণ করেছেন। এছাড়া, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পরিপত্র নম্বর৪৮.০০.০০০০.০০৩.২৫.০১৯.২০.৮75; তারিখ: ১৮.১০.২০২০ অনুযায়ী উক্ত মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (WWW.molwa.gov.bd) সংরক্ষিত/প্রদর্শিত যে কোন একটি প্রমাণক থাকলে, তা সঠিক ও গ্রহণযােগ্য মর্মে বিবেচিত হবে। এক্ষেত্রে প্রমাণ হিসেবে সংশ্লিষ্ট মুক্তি যোদ্ধা /শহীদ মুক্তি যোদ্ধার মূল সনদপত্র প্রদর্শন এবং এর সত্যায়িত কপিসহ চাকরিপ্রার্থী মুক্তি যোদ্ধা বা শহীদ মুক্তি যোদ্ধার পুত্র-কন্যা বা পুত্র-কন্যার পুত্র-কন্যা এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/কাউন্সিলর/সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র; ।

 (চ) চাকরিপ্রার্থী একজন শারীরিক প্রতিবন্ধী/এতিমখানা নিবাণী-এ মর্মে সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সংশ্লিষ্ট অফিস অথবা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/কাউন্সিলর/সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র;

 (ছ) উপজাতীয় প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রদত্ত উপজাতীয় বিষয়ক সনদপত্র। অন্যান্য কোটার প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের যথােপযুক্ত অফিসার কর্তৃক প্রদত্ত সনদপত্র

(জ) সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র;

 (ঝ) সকল সনদপত্র/রেকর্ডপত্র সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ৯ম ও তদূর্ধ্ব গ্রেডভুক্ত কর্মকর্তা কর্তৃক অবশ্যই | সত্যায়িত হতে হবে;

পেট্রোবাংলায় নিয়োগ ২০২২ বিজ্ঞপ্তি এর নোটিস

পেট্রোবাংলায়-নিয়োগ-২০২২
পেট্রোবাংলায়-নিয়োগ-২০২২-01
পেট্রোবাংলায়-নিয়োগ-২০২২-02
পেট্রোবাংলায়-নিয়োগ-২০২২-03
পেট্রোবাংলায়-নিয়োগ-২০২২-0৪
পেট্রোবাংলায়-নিয়োগ-২০২২-0৫

Leave a Comment