বন অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

বন অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ : Bon Odhidoptor Job Circular 2022 প্রকাশ করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন বন অধিদপ্তরের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।  রাজস্ব খাতভুক্ত ৯টি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে বন অধিদপ্তরবন অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি থেকে জানা যায়  ২৭৫ জনকে নিয়োগ দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে। ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। সরাকারি বিধি মোতাবেক বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন যোগ্যতা সাপেক্ষে। বন অধিদপ্তরে নিয়োগবিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে বন অধিদপ্তরে ২৭৫ জনের চাকরির সুযোগ নতুন করে তৈরী হয়েছে।

সাপ্তাহিক চাকরির খবর পত্রিকায় বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেয়া আছে । তাছাড়াও ভূমি মন্ত্রণালয় নিয়োগ , বেনাপোল কাস্টম হাউস নিয়োগ এর খবর,পেট্রোবাংলায় নিয়োগ এর খবর, নেকটারে নিয়োগ এর খবর, সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড এ চাকরির খবর জনাতে পারবেন চাকরি আছে ডট কম জব সাইটে। চাকরির খবরের পাশাপাশি ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন পরামর্শ বিশেষ করে বিসিএস প্রিলিমিনারি সিলেবাস , প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি এর জন্য টিপস, সরকারি চাকরির পরীক্ষা ভালো করার উপায় নিয়ে পরামর্শ পেতে পারেন এই চাকরি আছে জব সাইটে।

বিষয় তালিকা বা টেবিল অফ কনটেন্ট

বন অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

প্রতিষ্ঠানের নামপরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়
 চাকরির ধরন সরকারী চাকরি
ক্যাটগরি ৯ ( নয়)
পদ সংখ্যা ৯ ( নয়)
নিয়োগ সংখ্যা ২৭৫
 আবেদনের মাধ্যম অনলাইনে আবেদন করতে হবে
 আবেদনের শেষ সময় ৩০ নভেম্বর ২০২২

বন অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি 2022 । Bon Odhidoptor Job Circular 2022

বন অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এ উল্লেখিত পদ গুলোর বিস্তারিত দেয়া হলো।

  • পদের নাম ঃ ইঞ্জিন ড্রাইভার বা ইঞ্জিনম্যান
  • পদ সংখ্যা ঃ ১৩ জন
  • বেতন স্কেল ঃ ১১,৩০০-২৭,৩০০ টাকা , গ্রেড ১২।
  • শিক্ষাগত যোগ্যতা ঃ আবেদনের জন্য এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ইঞ্জিন ড্রাইভার যোগ্যতা সনদ থাকতে হবে।

বন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

  • পদের নাম ঃ সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
  • পদ সংখ্যা ঃ ১৩ জন
  • বেতন স্কেল স্কেল ঃ ১০,২০০-২৪,৬৮০ টাকা ,গ্রেড ১৪।
  • শিক্ষাগত যোগ্যতা ঃ যেকোনো বিষয়ে স্নাতক পাস হলে আবেদন করা যাবে।

বন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2022

  • পদের নাম ঃ বেতারযন্ত্র চালক বা ওয়্যারলেস অপারেটর
  • পদ সংখ্যা ঃ ৯ জন
  • বেতন স্কেল ঃ ১০,২০০-২৪,৬৮০ টাকা ,গ্রেড ১৪।
  • শিক্ষাগত যোগ্যতা ঃ  বিজ্ঞান বিভাগে এইচএসসি পাসসহ সংশ্লিষ্ট ট্রেড কোর্সে উত্তীর্ণ হলে আবেদন করা যাবে।

বন অধিদপ্তর নিয়োগ ২০২২

  • পদের নাম ঃ উচ্চমান সহকারীর
  • পদ সংখ্যা ঃ  ০৩ জন
  • বেতন স্কেল ঃ ১০,২০০-২৪,৬৮০ টাকা ,গ্রেড ১৪।
  • শিক্ষাগত যোগ্যতা ঃ  আবেদনের জন্য যেকোনো বিষয়ে স্নাতক পাস হতে হবে।

বাংলাদেশ বন অধিদপ্তর নিয়োগ ২০২২

  • পদের নাম ঃ সারেং
  • পদ সংখ্যা ঃ  ১৫ জন
  • বেতন স্কেল ঃ ৯,৭০০-২৩,৪৯০ টাকা,গ্রেড ১৫।
  • শিক্ষাগত যোগ্যতা ঃ  আবেদনের জন্য এসএসসি বা সমমান পাস হতে হবে।

বন ও পরিবেশ অধিদপ্তর নিয়োগ ২০২২

  • পদের নাম ঃ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
  • পদ সংখ্যা ঃ  ১৬৯ জন
  • বেতন স্কেল ঃ ৯,৩০০-২২,৪৯০ টাকা,গ্রেড ১৬।
  • শিক্ষাগত যোগ্যতা ঃ  আবেদনের যোগ্যতা এইচএসসি বা সমমান পাস।

বন অধিদপ্তরে ২৭৫ জনের চাকরির সুযোগ

  • পদের নাম ঃ ডেটা এন্ট্রি অপারেটরের
  • পদ সংখ্যা ঃ  ৭
  • বেতন স্কেল ঃ ৯,৩০০-২২,৪৯০ টাকা,গ্রেড ১৬।
  • শিক্ষাগত যোগ্যতা ঃ  আবেদনের যোগ্যতা এইচএসসি বা সমমান পাস।

বন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি

  • পদের নাম ঃ গাড়িচালক
  • পদ সংখ্যা ঃ  ২৯
  • বেতন স্কেল ঃ ৯,৩০০-২২,৪৯০ টাকা,গ্রেড ১৬।
  • শিক্ষাগত যোগ্যতা ঃ  আবেদনের জন্য কমপক্ষে অষ্টম শ্রেণি পাস হতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

বন অধিদপ্তরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

  • পদের নাম ঃ স্পিড বোট ড্রাইভার
  • পদ সংখ্যা ঃ ১৭
  • বেতন স্কেল ঃ ৯,৩০০-২২,৪৯০ টাকা,গ্রেড ১৬।
  • শিক্ষাগত যোগ্যতা ঃ  এসএসসি বা সমমান পাস হলে আবেদন করা যাবে।

বন অধিদপ্তরে নিয়োগ বয়সসীমা

  • আবেদনের জন্য বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
  •  তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।
  • জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ২০২০ সালের ২৫ মার্চ আবেদনকারীর বয়স ৩০ বছর হলেও আবেদন করতে পারবেন। 

বন অধিদপ্তরে নিয়োগ আবেদন প্রক্রিয়া

বন অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এর জন্য আবেদন করতে হলে প্রার্থীকে নিচের ধাপ অনুসরণ করতে হবে।

  • অনলাইনে আবেদনের জন্য প্রার্থীকে  এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
  • অনলাইন আবেদনপত্রে প্রার্থীকে রঙিন ছবি ও স্বাক্ষর স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে।
  • ছবির সাইজ সর্বোচ্চ ১০০ কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ কেবি।
  • আবেদন করার পর আবেদনপত্রের একটি প্রিন্ট কপি প্রার্থীকে সংরক্ষণ করতে হবে।
  • মৌখিক বা ব্যবহারিক পরীক্ষার সময় এক কপি জমা দিতে হবে।

বন অধিদপ্তরে নিয়োগ আবেদনের শেষ সময়

  • বন অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এর পদ গুলোতে আবেদনের শেষ সময় ৩০ নভেম্বর ২০২২ তারিখ বিকাল ৫টা ।

বন অধিদপ্তরে নিয়োগ  অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়

(ক) পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি http://bch.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণকরতে পারবেন।

 আবেদনের সময়সীমা নিম্নরূপ:  

 (i) Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় ৩১ অক্টোবর ২০২২ সকাল ০৯.০০ ঘটিকা। 

(ii)। Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ২০ নভেম্বর ২০২২ বিকাল-০৩:০০ ঘটিকা। 

  • উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ online-এ আবেদনপত্র submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে এসএমএস এ আবেদন ফি জমা দিতে পারবেন।
  •  Online-এ আবেদনপত্রে প্রার্থী তাঁর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০x প্রস্থ ৮০ pixel) ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০xপ্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ, সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে।

বন অধিদপ্তরে নিয়োগ  আবেদন ফি জমাদানের এসএমএস পদ্ধতি

প্রথম SMS:

BCH<space>UserID লিখে send করতে হবে 16222 নম্বরে। Example: BCH ABCDEF Reply: Applicant’s Name, TK-112/223/334 will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type BCH<Space>Yes<space>PIN and send to 16222.

দ্বিতীয় SMS

BCH<space>Yes<space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: BCH Yes 12345678 Reply: Congratulations Applicant’s Name, Payment completed successfully for BCH Application for (post name) User ID is (ABCDEF) and password (xxxxxxxx).

  • প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://bch.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নিদের্শনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

বন অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ অফিসিয়াল নোটিস

বন-অধিদপ্তরে-নিয়োগ-বিজ্ঞপ্তি-২০২২-001
বন-অধিদপ্তরে-নিয়োগ-বিজ্ঞপ্তি-২০২২-002
বন-অধিদপ্তরে-নিয়োগ-বিজ্ঞপ্তি-২০২২-003
বন-অধিদপ্তরে-নিয়োগ-বিজ্ঞপ্তি-২০২২-004

Leave a Comment