প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি | কার্যকরী টিপস

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি : প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য নির্দিষ্ট কোনো নিয়ম নেই। প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন খুবই বেসিক লেভেল থেকে আসে তাই খুব বেশি পড়তে হয়না। তবে কিছু কৌশল খাটিয়ে নিয়মিত পড়াশোনা করলে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি অনেকাংশে সহজ হয়।

প্রাইমারি শিক্ষকতা এখন অনেক সম্মানের পেশা তাছাড়া আর্থিক সুযোগ সুবিধার পাশাপাশি সামাজিক মর্যাদাও অনেক বেশি। তাই আমাদের দেশের তরুণ সমাজের ছেলে-মেয়েদের অধিকাংশই প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিয়ে থাকে। কেউ কেউ শখের বশে অভিজ্ঞতা অর্জনের জন্য পরীক্ষায় অংশ নেয় আবার কেউ কেউ যথাযথ প্রস্তুতি নিয়েই অংশ নেয়। ফলশ্রুতিতে কেউ সফল হয় কেউ আবার বিফল হয়ে থাকে।

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার সার্কুলার হওয়ার পর থেকে পরীক্ষা পর্যন্ত খুবই কম সময় থাকে। এই স্বল্প সময়ে পরীক্ষার জন্য পূর্ণ প্রস্তুতি নেয়া সকলের পক্ষে সম্ভব হয়না। অনেকেই আবার কিভাবে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি নিবেন সেটা বুঝে উঠতে পারেনা। তাই কম সময়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি আপনি যেভাবে নিবেন তা এখানে তুলে ধরা হবে। যথাযথ ভাবে অনুসরণ করলে আশা করা যায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় সাফল্য লাভ করতে সক্ষম হতে পারবেন।

বিষয় তালিকা বা টেবিল অফ কনটেন্ট

কিভাবে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিবেন?

সুদীর্ঘ সময় একাডেমিক পড়াশোনা করে ক্যারিয়ার গড়ার জন্য নিজেকে প্রস্তুত করার মনমানসিকতা অনেকেরই থাকেনা। কারো কারো ফ্যামিলি গত নানান ধরনের চাপ এবং সমস্যার কারনে পড়াশোনা বাদ দিয়ে রোজগারে নেমে যেতে হয়। তাই যেটাই হোক চাকরির একটা করো। পড়াশোনা বহুত করেছো আর নয়, এবার জীবন যুদ্ধে নেমে পড়। নিজেকে চাকর বানাও, সারাদিন বসের ফরমায়েস, সেলসের টারগেট আর KPI ( Key Performance Indicator) ফিলাপ করার ধান্দা মাথায় ঘুরপাক খায়। সেই চক্করে পড়ে ভালো ক্যারিয়ার গড়ার জন্য নিজেকে প্রস্তুত করার জন্য প্রয়োজনীয় সময় আর থাকেনা। তাই যে টুকু সময় কোনো মতে পাওয়া যাবে সেই সময় টুকু যথাযথ ভাবে কাজে লাগিয়ে কিভাবে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিবেন তার সংক্ষিপ্ত আলোচনা এখানে তুলে ধরা হলো।

নিয়মিত মডেল টেস্ট দেয়া

পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করার অন্যত্ম প্রধান উপায় হলো মডেল টেস্ট দেয়া ।প্রতিদিন একটা করে মডেল টেস্ট দেয়ার মাধ্যমে নিজের প্রস্তুতি কতটুকু হলো তা যাচই করা যায়। যেই খানে দুর্বলতা দেখা দেবে সেটা চিহ্নিত করে তা ইম্প্রুভ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। মডেল টেস্ট দেয়ার মাধ্যমে মূল পরীক্ষার প্রস্তুতি অনেকাংশে সহজ হয়ে যায়।

কিভাবে-প্রাইমারি-শিক্ষক-নিয়োগ-পরীক্ষার-প্রস্তুতি-নিবেন

দুর্বলতা কাটিয়ে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য নিজেকে তৈরী করাই বুদ্ধিমানের কাজ। অনলাইনে বিভিন্ন ধরনের Apps এর মাধ্যমে মডেল টেস্ট দিতে পারেন। তাছাড়া মডেল টেস্ট দেয়ার জন্য বাজারে বিভিন্ন ধরনের বই পাওয়া যায় । অনেক কোচিং সেন্টার আছে যারা শুধু মডেল টেস্ট নিয়ে থাকেন তাদের মধ্যমেও মডেল টেস্টে অংশ নিয়ে দক্ষতা বাড়াতে পারেন।

বিগত বছরের প্রশ্নের সমাধান পড়া

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার বিগত বছরের প্রশ্ন থেকে অনেক সময় হুবহু কমন প্রশ্ন তুলে দেয়া হয়। তাই প্রশ্ন ব্যাঙ্ক আয়ত্ব করতে পারলে পনের থেকে বিশ মার্কের প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা থাকে। বিগত বছরের প্রশ্ন থেকে পরীক্ষার আইডিয়া পাওয়া যায়। বিগত বছরের প্রশ্ন সল্ভ করতে পারলে পরীক্ষায় অংশ নেয়ার জন্য আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে।

পড়ার সময় ডিজিটাল মিডিয়া থেকে দূরে থাকুন

ডিজিটাল মিডিয়া আমাদেরকে একদম গিলে খেয়েছে। ছোট-বোড়, ছাত্র-শিক্ষক,মা-খালা,দাদা-নাতি,বাব-মা কেউ ডিজিটাল মিডিয়া থেকে নিজেকে আড়াল করতে পারেন না। দিনে কম্পক্ষে একবার ফেসবুক দেখতেই হয়। যুবক ভাইয়েরা আরও বেশি ডিজিটাল মিডিয়ায় আসক্ত। ডিজিটাল মিডিয়ায় অতিরিক্ত ডুবে থাকা মাদকাসক্তির মত নেশায় পরিনত হয়ে গেছে। তাই পড়তে বসলে মন উস্খুস করে মোবাইলে ফেসবুক দেখার জন্য । পড়াশোনায় মনোযোগ থাকেনা । তাই পড়ার টেবিলে বসে ফেসবুক, ম্যাসেঞ্জার বা ইন্টারনেট ব্যবহার করা থেকে পুরোপুরি বিরত থাকতে হবে। পড়াশোনায় মনোযোগ বাড়ানোর উপায় জানতে ভিজিট করতে পারেন চাকরি আছে জব সাইটে ।

গুরুত্বপূর্ণ বিষয়গুলো বারবার পড়ুন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য সব বিষয়গুলো গুরুত্বপূর্ণ নয়। কিছু বিষয় বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আলাদা করে বেশি বেশি এবং বারবার পড়তে হবে।বার বার এই কারনে পড়তে হবে যেন পরীক্ষায় সহজ সহজ প্রশ্নগুলো ভুল না হয়।সহজ প্রশ্ন গুলোই সাধারণত পরীক্ষার হলে একজন পরীক্ষার্থিকে কনফিউজ করে দেয়। কনফিউজ থেকেই পরীক্ষার হলে ভুল উত্তর হয় এবং হল থেকে বের হবার পর আফসোস এর মাত্রা তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করে। তাই যতই পড়িবে ততই শিখিবে- এই মন্ত্র ধরে গুরুত্বপূর্ণ বিষয়গুলো চিহ্নিত করে বারবার পড়তে হবে।

তাই উল্টাপাল্টা বিষয় পড়ে মাথা জাম না করাটাই ভালো। পরীক্ষায় আসে এরকম কমন টপিক গুলো বেছে বেছে নিয়মিতভাবে রিভিশন দিতে হবে যাতে পরীক্ষার হলে প্রদত্ত উত্তর কোনভাবেই ভুল না হয়। আপনাকে মনে রাখতে হবে পরীক্ষায় খাতায় ভুল করার কোনো সুযোগ নাই। কারন ভুলের জন্য আপনি চাকরির প্রতিযোগতা থেকে বাদ পড়ে যেতে পারেন যা আপনার ক্যারিয়ার কে ধ্বংসের পথে নিয়ে যেতে পারে।

প্রাইমারি-শিক্ষক-নিয়োগ-পরীক্ষার-প্রস্তুতি

বিগত বিসিএস এর প্রশ্নের সমাধান পড়া

বিসিএস এর প্রশ্ন গুলো থেকে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে । এমনকি হুবহু তুলে দেয়া হয়ে থাকে । তাই বিগত ১০ম থেকে ৪৪তম বিসিএস এর প্রশ্নগুলো ভালোভাবে আয়ত্ব করতে পারলে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি প্রায় অর্ধেক সম্পন্ন হয়ে যাবে। প্রতিদিন ৩ থেকে ৪ টা বিসিএস এর প্রশ্নের সমাধান দেখে নিয়ে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি মূলক কাজ করে যেতে পারেন। বাজারে বিসিএস এর প্রশ্নের সমাধান সহ বিভিন্ন ধরনের গাইড বই পাওয়া যায় তাই যে কোনো একটা গাইড বই কিনে পড়তে থাকুন।

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য কোচিং করা

বর্তমান সময়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রতিযোগিতা অনেক বেড়ে গেছে। প্রতিটি পরীক্ষায় ৩০ থেকে ৪০ গুন চাকরি প্রার্থী পরীক্ষায় অংশ নিয়ে থাকে তাই প্রতিযোগিতায় টিকতে হলে আপনার প্রস্তুতিও সেভাবেই নিতে হবে। চাকরি প্রত্যাশী প্রতিটী প্রার্থীই এখন কোচিং করে থাকে। কোচিং না করলে আপনি পিছিয়ে পড়বেন। কোচিং সেন্টারগুলো তাদের অভিজ্ঞতার আলোকে একজন প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতিরত প্রার্থীকে পরিপূর্ণ করে গড়ে তোলেন। তাই প্রাইমারি শিক্ষক এর মত সরকারি চাকরির প্রস্তুতিকে খাটো করে দেখার উপায় নাই।

কোচিং সেন্টারগুলো পরীক্ষায় আসতে পারে এমন বিষয়গুলো সহজ করে চাকরি প্রার্থীদেরকে পড়িয়ে থাকেন। পরীক্ষায় ভালো করার জন্য মডেল টেস্ট, ক্লাস টেস্ট, আসাইনমেন্ট, ফাইনাল মডেল টেস্ট, ইভালুয়েশান টেস্ট ইত্যাদি গ্রহন করার মাধ্যমে একজন প্রার্থীকে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিতে সাহায্য করে থাকেন। তাই প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে কোচিং করা এখন সময়ের দাবি।

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি কি কি বিষয় পড়বো !

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় মোট নম্বর ১০০ থাকে । যার মধ্যে লিখিত পরীক্ষা এমসিকিউ পদ্ধতি ৮০ নম্বর এবং মৌখিক পরীক্ষার ২০ নম্বর থাকে। এমসিকিউ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে একজন প্রার্থী মৌখিক পরীক্ষার সুযোগ পাবেন ।

এমসিকিউ পদ্ধতিতে বাংলা, গণিত, ইংরেজি ও সাধারণ জ্ঞানের প্রতিটি বিষয় থেকে ২০টি করে মোট ৮০টি নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য মান ১ এবং  প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। সেই ক্ষেত্রে চারটি উত্তর ভুল হলেই কাটা যাবে ১ নম্বর। এই জন্য ১০০ ভাগ নিশ্চিত না হয়ে পরীক্ষার খাতায় কোনো প্রশ্নের উত্তর দেয়া একদম অনুচিত।

প্রাথমিক-শিক্ষক-নিয়োগ-পরীক্ষার-প্রস্তুতি

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতির ক্ষেত্রে তাই বাংলা, গণিত, ইংরেজি ও সাধারণ জ্ঞান এই চারটি বিষয়ে ভালো ভাবে পড়াশোনা করতে হবে। উল্লেখিত চারটি বিষয়ে এমসিকিউ এর জন্য প্রস্তুতিতে নিয়ে নিচে বিস্তারিত দেয়া হলো।

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি বিষয় বাংলা

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাংলা বিষয় থেকে ২০ টি এমসিকিউ প্রশ্ন থাকে। বাংলা সাহিত্য এবং বাংলা ব্যাকরন থেকে এই বিশটি করা হয়। বাংলার ক্ষেত্রে ব্যাকরণের ওপর বেশি জোর দিতে হবে। অষ্টম ও নবম-দশম শ্রেণির বোর্ড প্রণীত ব্যাকরণ বই থেকে সবগুলো অধ্যায় উদাহরণসহ ভালোভাবে পড়তে হবে এবং আয়ত্ব করতে হবে। বাংলার বিখ্যাত কবি-সাহিত্যিকদের সাহিত্যকর্ম ও জীবনী সম্পর্কে বিষদ জ্ঞান থাকে হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বোর্ড বইয়ের লেখক পরিচিতি সাথে সাধারণ জ্ঞান বইয়ের সাহিত্যিক পরিচিতি ভালো করে পড়তে হবে। নিচে বাংলা বিষয়ের টপিক গুলোর বিস্তারিত তুলে ধরা হলো।

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার পূর্ণাঙ্গ সিলেবাস ও মানবন্টন ২০২২ Primary Exam Syllabus 2022

primary circular 2020,primary circular 2022,primary job circular 2022,প্রাইমারি পরীক্ষার সিলেবাস,প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার সিলেবাস,প্রাইমারি নিয়োগ পরীক্ষার সিলেবাস,primary niyog 2022,primary niyog news,প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২২ সিলেবাস,primary job syllabus,primary job syllabus 2022,primary job exam preparation,primary job preparation,primary niyog preparation,primary teacher exam question,primary teacher exam,primary teacher exam preparation

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষার প্রশ্নপত্র পর্যালোচনা করলে দেখা যায় নিচের টপিক গুলো থেকে বেশি প্রাশ্ন আসে

  • ব্যাকরণ থেকে ভাষা, বর্ণ, শব্দ,
  • সন্ধি বিচ্ছেদ, কারক, বিভক্তি, উপসর্গ, অনুসর্গ,
  • ধাতু, সমাস,
  • বানান শুদ্ধি,
  • পারিভাষিক শব্দ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ,
  • বাগধারা, এককথায় প্রকাশ
  • বাক্য পরিবর্তন করা

সাহিত্য অংশে গল্প বা উপন্যাসের রচয়িতা, বিখ্যাত কবি –সাহিত্যিকদের জন্ম মৃত্যু, কবিতার চড়ণ উল্লেখ করে কবির নাম জানা, গপ্ল থেকে হুবহু লাইন তুলে দেয়া এবং শুন্যস্থান দেয়া থেকে প্রশ্ন ছিল। রবীন্দ্রনাথ, নজরুল, জহির রায়হান, মানিক বন্দ্যোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র ও জসীম উদ্দীন সম্পর্কে অবশ্যই পড়তে হবে।

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি বিষয় ইংরেজী

ইংরেজী সাহিত্য এবং গ্রামার থেকে ২০ টী প্রশ্ন থাকবে। বিখ্যাত গ্রন্থের রচয়িতা, কবির নাম থেকে প্রশ্ন আসে তবে গ্রামার থেকে বেশি প্রশ্ন আসে । কোনো কোনো সময় সাহিত্য থেকে প্রশ্ন আসেনা। তাই গ্রামার এর উপর জোর দিতে হবে বেশি। গ্রামার অংশে নিচের টপিকগুলো ভালো করে পড়তে হবে।

  • Tense,
  •  Preposition,
  • Parts of Speech,
  •  Voice, Narration,
  • Spelling,
  • Sentence Correction
  • Right form of verb
  • Article
  • Phrase and Idoims, Synonym, Antonym
  • বাংলা অনুবাদ ।

গ্রামার বইয়ের উদাহরণ থেকে নিয়মিত চর্চা করতে হবে দরকার হলে মুখস্থ করতে হবে। ইংরেজীর জন্য প্রয়োজনে আলাদা প্রাইভেট পড়তে পারেন।

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি বিষয় গণিত

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় গণিতে ভালো করতে পারলে চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারন গণিতে ছাক্কা নাম্বার পাওয়া যায়। তাই গণিতের জন্য দরকার হলে আলাদা প্রাইভেট পড়তে পারেন। আজকাল অনেকেই গণিতে প্রাইভেট পড়িয়ে থাকেন তাছাড়া শর্টকাট টেকনিক শেখার জন্য হলেও আপনি গনিতের জন্য আলাদা প্রস্তুতি নিবেন এটাই মূল কথা। গণিতের ক্ষেত্রে নিচের টপিকগুলো ভালো ভাবে আয়ত্ব করতে পারলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভালো করবেন আশা করা যায়।

  • পাটিগণিতের পরিমাপ ও একক,
  • ঐকিক নিয়ম, অনুপাত,
  • শতকরা, সুদকষা, লসাগু, গসাগু
  • লাভক্ষতি, ভগ্নাংশ, গড়
  • বীজগণিতের সাধারণ সূত্রাবলী, মান নির্ণয়, উৎপাদক
  • বাস্তব সংখ্যা
  • জ্যামিতি অংশে  প্রস্তুতি ত্রিভুজ, চতুর্ভুজ, বর্গক্ষেত্র, রম্বস, বৃত্ত ইত্যাদি ভালো ভাবে জানতে হবে।

নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক পর্যায়ে পাঠ্যবই বিশেষত অষ্টম ও নবম-দশম শ্রেণির গণিত বই অনুসরণ করলে ভালো হবে। তাছাড়া বাজার থেকে ভালো একটা গাইড বই কিনে ফলো করতে পারেন।

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় বার বার আসা ৫০ টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান MCQ প্রশ্রোত্তর

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি বিষয় সাধারণ জ্ঞান

সাধারণ জ্ঞানের জন্য একটু বেশি পড়াশোনা করতে হয়। বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি, কম্পিউটার এবং সাধারণ বিজ্ঞান মিলিয়ে ২০টি প্রশ্ন আসে। তবে সাধারণ গান অংশে বাংলাদেশ থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন আসে। প্রায় ১২-১৪টি প্রশ্ন করা হয় বাংলাদেশ থেকে। নিচে সাধারণ জ্ঞান এর টপিক গুলো দেয়া হলো।

প্রশ্ন বেশি আসে বাংলাদেশ অংশ থেকে তাই নিচের টপিকগুলো বেশি করে পড়ুন-

  • বাংলাদেশের শিক্ষা, ইতিহাস
  • বাংলার প্রাচীনযুগ ও মধ্যযুগ
  • ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ
  • ভূপ্রকৃতি ও জলবায়ু
  •  সভ্যতা ও সংস্কৃত
  • বিখ্যাত স্থান ও  ঐতিয্য, জাতিগোষ্ঠি
  •  বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা
  • অর্থনীতি, বিভিন্ন সম্পদ
  •  জাতীয় দিবস
  • ৬ দফা, মুজিবনগর সরকারট
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  • মোঘল আমল, ইংরেজ আমল ভালো করে  পড়তে হবে ।
  • সাপ্রতিক বাজেট এবং আদমশুমারি
  • বিভিন্ন এবং উল্লেখযোগ্য অর্জন

আন্তর্জাতিক অংশে বিভিন্ন সংস্থা, দেশ, মুদ্রা, রাজধানী, দিবস, নোবেল পুরস্কার, খেলা ও সম্মাননা, আন্তর্জাতিক সংগঠন, সদর দপ্তর, ভৌগোলিক অবস্থা,বিশ্বের উচ্চতম, দীর্ঘতম, ক্ষুদ্রতম, যুদ্ধগুলো থেকেও প্রশ্ন করা হয়। সাধারণ বিজ্ঞান থেকে বিভিন্ন রোগব্যাধি, খাদ্যগুণ, পুষ্টি, ভিটামিন থেকে প্রশ্ন করা হয়ে থাকে। প্রতিদিন পত্রিকা পড়ার অভ্যাস করলে সাধারণ জ্ঞানের প্রশ্নের উত্তর আপনি খুব সহজে আয়ত্ব করতে পারবেন।

বর্তমান যুগ হল তথ্যপ্রযুক্তির যুগ তাই সাধারণ জ্ঞান অংশে তথ্যপ্রযুক্তি থেকেও প্রশ্ন করা হয়ে থাকে।  মাইক্রোসফট অফিসের বেসিক বিভিন্ন  এপ্লিকেশনগুলো সম্পর্কে জানতে হবে। সোস্যাল মিডিয়া, ইনটারনেট, ইমেইল, ফ্রিল্যান্সিং, প্রোগ্রামিং ল্যাংগুয়েজ, বিজ্ঞানের সর্বশেষ আবিস্কার গুলোর আপডেট জ্ঞান থাকতে হবে।

 প্রাইমারির পরীক্ষা আহামরি কঠিন কিছু না তবে অবশ্যই অনেক বেশি প্রতিযোগিতামূলক । একটু ভালো ভাবে পড়লেই প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় আপনার চান্স পাওয়া নিশ্চিত হতে পারে । তাই অবহেলা আর নয় আজকে থেকেই লেগে পড়ুন প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য যেন কেউ আপনাকে প্রতিযোগিতায় হারাতে না পারে। এখানে উল্লেখিত টিপস ছাড়াও আপনি নিজের মত করে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন। মূল কথা হলো প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আপনাকে টিকতেই হবে।

BCS, Primary, govt job exam preparation. BCS preliminary preparation, Primary teacher job preparation, Govt job preparation, সহ সকল সরকারি চাকরির প্রস্তুতির জন্য। BCS preliminary preparation, Primary teacher job preparation, Govt job preparation । BCS preliminary preparation, Primary teacher job preparation, Govt job preparation । primary job preparation । BCS preliminary preparation, Primary teacher job preparation, Govt job preparation,প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতির ভিডিও। BCS preliminary preparation, Primary teacher job preparation, Govt job preparation প্রাইমারি শিক্ষক নিয়োগ,BCS preliminary preparation, Primary teacher job preparation, Govt job preparation .

Leave a Comment