ইউনাইটেড ফাইনান্স লিমিটেডে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি

ইউনাইটেড ফাইনান্স লিমিটেডে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানটি ইউনিট প্রধান (রিকোভারি ) পদে লোক নিয়োগ করবে । অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ রয়েছে আগ্রহী প্রার্থীদের জন্য। United finance limited recruitment এর উল্লেখিত পদটির বিস্তারিত নিচে দেয়া হলো।

ইউনাইটেড ফাইনান্স লিমিটেডে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি

ইউনাইটেড ফাইনান্স লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি এর বিস্তারিত দেখুন নিচে।

পদের নাম : ইউনিট প্রধান( রিকোভারি)            :

দ সখ্যা  : নির্ধারিত নয়

চাকরির ধরন : পূর্ণকালীন

জব লোকেশন  : ঢাকা

বেতন  : আলোচনা সাপেক্ষ

সুযোগ-সুবিধা  : প্রভিডেন্ট ফান্ড, সপ্তাহে ২ দিন ছুটি, ইন্সুরেন্স , বছরে দুটি উৎসব বোনাস ও গ্রাচুইটি সুবিধা পাবে

United finance limited recruitment

শিক্ষগত যোগ্যতা

  • স্বীকত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে
  • আইন বিষয়ে ডিগ্রি প্রাপ্তরা অগ্রাধিকার পাবে

প্রয়োজনীয় অভিজ্ঞতা

  • সংশ্লিষ্ট ক্ষেত্রে ৭ থেকে ৯ বছরের কাজের অভিজ্ঞতা থাকে হবে
  • রিকোভারি ডিপার্ট্মেন্ট এ ৭-৯ বছরের অভিজ্ঞতা এবং ম্যানেজারিয়াল পজিশনে এ কম্পক্ষে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে
  • ব্যাঙ্ক এবং NBFLs এ কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবে

আবেদন করার নিয়ম

আগ্রহী প্রার্থীগন এই খানে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্যের জন্য এখানে  উল্লেখিত কোম্পানির ওয়েবসাইট লিঙ্কে লগিন করার মাধ্যমে জানতে পারবেন।

আবেদন করার সময়সীমা

  • ১৭ ফেব্রুয়ারী ২০২২ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

ডাচ-বাংলা ব্যাংক জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বিস্তারিত এই লিঙ্কে দেখতে পাবেন

Leave a Comment