এনপিসিবিএল নিয়োগ ২০২৩-NPCBL Recruitment 2023ঃ এনপিসিবিএল নিয়োগ ২০২৩ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।সিকিউরিটি অ্যান্ড ফিজিক্যাল প্রটেকশন সার্ভিস ডিভিশনে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল)।
১৫ ক্যাটাগরির পদে ৮ম থেকে ১৭তম গ্রেডে ৫৩ জনকে নিয়োগ প্রদান করবেএনপিসিবিএল । আগ্রহী আগ্রহীপ্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ২২ মে ২০২৩, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
এনপিসিবিএল নিয়োগ ২০২৩
- প্রতিষ্ঠানের নামঃ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল)
- চাকরির ধরনঃ সরকারি চাকরি
- নিয়োগের ধরনঃ স্থায়ী
- পদ সংখ্যাঃ ১৫
- নিয়োগ সংখ্যাঃ ৫৩
- আবেদনের মাধ্যমঃ অনলাইনে আবেদন করতে হবে
- আবেদনের শেষ সময়ঃ ২২ মে ২০২৩
- http://npcbl.com.bd/
এনপিসিবিএল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সিকিউরিটি অ্যান্ড ফিজিক্যাল প্রটেকশন সার্ভিস ডিভিশনে জনবল নিয়োগের জন্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদ গুলোর বিস্তারিত বিবরন, পদ সংখ্যা এবং অন্যান্য সুযোগ –সুবিধা সমুহ নিচে দেয়া বিজ্ঞতিতে পাওয়া যাবে। সংক্ষিপ্ত কিছু তথ্য আপনাদের সুবিধার জন্য এখানে দেয়া হলো।
- ১. পদের নাম: সিনিয়র সাব–অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (অ্যাক্সেস কন্ট্রোল অ্যান্ড সিকিউরিটি অ্যালার্ম)
- পদসংখ্যা: ১
- ২. পদের নাম: সিনিয়র সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রনিকস মেইনটেন্যান্স)
- পদসংখ্যা: ১
- ৩. পদের নাম: সিনিয়র সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (স্পেশাল টেকনিক্যাল মিন্স)
- পদসংখ্যা: ২
- ৪. পদের নাম: ইন্সপেক্টর (এনপিপি স্টেশন সিকিউরিটি প্যাট্রোল এক্সামিনেশন)
- পদসংখ্যা: ১৮
- ৫. পদের নাম: ভেহিকেল ইন্সপেক্টর
- পদসংখ্যা: ১
- ৬. পদের নাম: টেকনিশিয়ান/ ফিটার
- পদসংখ্যা: ৭
- ৭. পদের নাম: ট্রেইনি ইঞ্জিনিয়ার (স্পেশাল টেকনিক্যাল মিন্স)
- ৮. পদের নাম: ট্রেইনি সিনিয়র ইন্সপেক্টর (এনপিপি স্টেশন সিকিউরিটি প্যাট্রোল এক্সামিনেশন)
- পদসংখ্যা: ৬
- ৯. পদের নাম: ট্রেইনি ইঞ্জিনিয়ার (টেকনিক্যাল মিন্স অব ফিজিক্যাল প্রটেকশন সিস্টেম)
- পদসংখ্যা: ২
- ১০. পদের নাম: ট্রেইনি ইঞ্জিনিয়ার (কোয়ালিটি)
- পদসংখ্যা: ১
- ১১. পদের নাম: ট্রেইনি ইঞ্জিনিয়ার (ইলেকট্রনিকস)
- পদসংখ্যা: ৫
- ১২. পদের নাম: ট্রেইনি সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (অ্যাক্সেস কন্ট্রোল অ্যান্ড সিকিউরিটি অ্যালার্ম)
- পদসংখ্যা: ২
- ১৩. পদের নাম: ট্রেইনি সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রনিকস মেইনটেন্যান্স)
- পদসংখ্যা: ৩
- ১৪. পদের নাম: ট্রেইনি জুনিয়র টেকনিশিয়ান
- পদসংখ্যা: ১
- ১৫. পদের নাম: ট্রেইনি টেকনিক্যাল অ্যাটেনডেন্ট
- পদসংখ্যা: ১
এনপিসিবিএল নিয়োগ আবেদনের শেষ সময়
- আবেদনের শেষ সময়: ২২ মে ২০২৩, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
সাপ্তাহিক চাকরি খবর পত্রিকায় সরকারি এবং বেসরকারি বিভিন্ন চাকরির খবর পাওয়া যায় তাই খুব সহজে চাকরির খবর পেতে নিয়মিত ভিজিট করতে পারেন চাকরি আছে জব সাইটে।