বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রাম, কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। একাডেমির মাত্র দুইটি পদে লোক নিয়োগ দেয়া হবে। চাকুরী আগ্রহী ও যোগ্য প্রার্থীদেরকে মেরিন একাডেমির নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। ২৮ ফেব্রুয়ারী ২০২২ তারিখের মধ্যে আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে ট্রেজারি চালান এর রশিদ সংযুক্ত করতে হবে।মেরিন একাডেমি চট্টগ্রাম চাকরির খবর এর পদ সমুহের বিবরন নিচে ছকা আকারে উল্লেখ করা হলো।
ক্রমিক নং ০১
পদের নাম | সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর |
পদসংখ্যা | ০১ ( একজন) |
শিক্ষাগত যোগ্যতা | উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। শর্টহ্যান্ডে প্রতি মিনিটে ইংরেজিতে ৮০ ও বাংলায় ৫০ শব্দের গতি থাকতে হবে। বাংলায় প্রতি মিনিটে ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের টাইপিং গতি থাকতে হবে। |
বেতন স্কেল | ১১,০০০-২৬,৫৯০ টাকা |
ট্রেজারি চালান | ১০০ টাকা মূল্যমানের ট্রেজারি চালান জমা দিতে হবে। |
ক্রমিক নং ০২
পদের নাম | স্কালিয়ান |
পদসংখ্যা | ০১ ( একজন) |
শিক্ষাগত যোগ্যতা | অষ্টম শ্রেণি পাস এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে। |
বেতন স্কেল | ৮,২৫০-২০,০১০ টাকা |
ট্রেজারি চালান | ৫০ টাকা মূল্যমানের ট্রেজারি চালান জমা দিতে হবে । |
যেভাবে আবেদন করতে হবে
বাংলাদেশ মেরিন একাডেমির ওয়েবসাইট https://macademy.gov.bd থেকে আবেদন ফরম সংগ্রহ করতে হবে। আবেদন ফর্মটি যথাযথভাবে পূরণ করে ডাক যোগে পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
কমান্ড্যান্ট, বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রাম- এই ঠিকানায় ডাকযোগে আবেদন প্ত্র পাঠাতে হবে।
আবেদন ফি বা ট্রেজারি চালান এর পরিমান
- সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদের জন্য ১০০ টাকা
- স্কালিয়ান পদের জন্য ৫০ টাকা
কমান্ড্যান্ট ,বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রাম বরাবর সোনালী ব্যাংক বা বাংলাদেশ ব্যাংকের ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হবে। চালান জমার রশিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করে দিতে হবে।
আবেদনের শেষ তারিখ
২৮ ফেব্রুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদন করতে হবে । এই তারিখের পর কোনো আবেদন গ্রহন করা হবেনা।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে চাকরির খবর পেতে ভিজিট করুন