আইডিএলসিতে চাকরির খবর

আইডিএলসিতে চাকরির খবর-IDLC Jobs News : আইডিএলসিতে চাকরির খবর এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।বেরকারী আর্থিক প্রতিষ্ঠান  আইডিএলসি ফিন্যান্স লিমিটেড লোক নিয়োগ করবে।  হিউম্যান রিসোর্সেস বিভাগে আইডিএলসি চাকরির সুযোগ দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২১ ফেব্রুয়ারী ২০২২ তারিখের আগে আবেদন করতে হবে। প্রার্থীকে আনলাইনে আবেদন করতে হবে।

সাপ্তাহিক চাকরির খবর পত্রিকায় বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেয়া আছে । তাছাড়াও পেট্রোবাংলায় নিয়োগ এর খবর, নেকটারে নিয়োগ এর খবর, সুন্দবন গ্যাস কোম্পানি লিমিটেড এ চাকরির খবর জনাতে পারবেন চাকরি আছে ডট কম জব সাইটে। চাকরির খবরের পাশাপাশি ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন পরামর্শ বিশেষ করে বিসিএস প্রিলিমিনারি সিলেবাস , প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি এর জন্য টিপস, সরকারি চাকরির পরীক্ষা ভালো করার উপায় নিয়ে পরামর্শ পেতে পারেন এই চাকরি আছে জব সাইটে।

আইডিএলসিতে চাকরির খবর

আইডিএলসি নিছক অর্থায়নের ব্যবসায় করেনা বরং আরও কিছু করার চেষ্টা করে থাকে আইডিএলসি মানুষকে তাদের স্বপ্ন পূরণে সাহায্য করার চেষ্টা করে থাকে  – একটি বাড়ির মালিক হওয়ার স্বপ্ন, তাদের সন্তানদের একটি বড় স্কুলে পাঠানোর স্বপ্ন, পারিবারিক গাড়িতে পিকনিকে যাওয়ার স্বপ্ন, একটি ব্যবসা শুরু করার স্বপ্ন, বা প্রসারিত করার স্বপ্ন এটি, আরও কর্মসংস্থান সৃষ্টির স্বপ্ন, জাতিকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার স্বপ্ন। আইডিএলসিতেচাকরির খবর এর বিজ্ঞপ্তিতে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন হলে আপনি ও আবেদন করতে পারবেন।

আইডিএলসিতে চাকরির সু্যোগ আছে যে সব শুন্য পদে

পদের নামট্যালেন্ট অ্যাকুইজিশন এক্সিকিউটিভ
পদসংখ্যা০১ (এক জ ন )
চাকরির ধরনফুলটাইম
কর্মস্থলবাংলাদেশের যেকোনো স্থান এ কাজ করতে হবে
বেতনআলোচনা সাপেক্ষে
আবেদনের শেষ তারিখ২১ ফেব্রুয়ারি ২০২২ এর আগে আবেদন করতে হবে।

IDLC Jobs News । আইডিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি


শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা

  • আগ্রহী প্রার্থীর এমবিএ/বিবিএ ডিগ্রি থাকতে হবে।
  •  বিজনেস বিষয়ে ডিগ্রি থাকলে প্রার্থী  অগ্রাধিকার পাবে  
  • উল্লেখিত ক্ষেত্রে ন্যুনতম  ২ বছর চাকরি করার অভিজ্ঞতা থাকতে হবে।
  • এমএস অফিস যেমন এমএস এক্সেল ও পাওয়ার পয়েন্টের কাজ জানা থাকতে হবে।
  • যোগাযোগ মেইন্টেইন করার দক্ষ হতে হবে।

প্রার্থী আবেদন করবেন যেভাবে

  • আবেদন করার জন্য যেতে হবে ঃ এই লিংকে
  • ইচ্ছুক প্রার্থীকে আবেদন করতে হবে অনলাইনে

চাকুরির বিজ্ঞপ্তির বিষদ জানা যাবে : এই লিংক

আপনার আইডিএলসিতে চাকরি করার মত যোগ্যতা ও ইচ্ছা থাকে  তাহলে অনলাইনে আবেদন করতে পারেন।অবশ্যই ১২ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে। আশা করি যোগ্যতা সম্পন্ন সবাই আইডিএলসিতে চাকরির খবর এর সুযোগটা কাজে লাগবেন।

আর ও চাকরির খবর পড়ুন

ইউনাইটেড ফাইনান্স লিমিটেডে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি

Leave a Comment