রপ্তানি উন্নয়ন ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

রপ্তানি উন্নয়ন ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ ঃ দক্ষ ও যোগ্য লোক নিয়োগের জন্য রপ্তানি উন্নয়ন ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশ করেছে। ১৯টি পদে মোট ৪৯ জনকে নিয়োগ প্রদান করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে রপ্তানি উন্নয়ন ব্যুরো । বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন বাংলাদেশী নাগরিকগন।

Export Development Bureau Recruitment Circular 2022 মোতাবেক আগ্রহী প্রার্থীকে অনলাইনে পদগুলোর জন্য আবেদন করতে হবে। আবেদন করা শুরু হবে  ২ অক্টোবর ২০২২ তারিখ থেকে এবং শেষ হবে ৩১ অক্টোবর ২০২২ তারিখ।

সাপ্তাহিক চাকরির খবর পত্রিকায় রপ্তানি উন্নয়ন ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এর বিস্তারিত পাওয়া যাবে। সরকারি, বেসরকারি, ব্যাঙ্কের চাকরি এবং এনজিও চাকরির খবর জানতে ভিজিট করুন নিয়মিত চাকরি আছে জব সাইটে। ভুমি মন্ত্রালায়ের চাকরির খবর জানতে ভিজিট করতে পারেন চাকরি আছে সাইটে।

রপ্তানি উন্নয়ন ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এর গুরুত্বপূর্ণ তথ্য

প্রতিষ্ঠানের নামরপ্তানি উন্নয়ন ব্যুরো
পদ সংখ্যা ১৯ টি
 নিয়োগ সংখ্যা৪৯ টি
চাকরির ধরন সরকারি চাকরি
 আবেদনের মাধ্যমঅনলাইনে আবেদন করতে হবে।
আবেদন শুরু২ অক্টোবর ২০২২ তারিখ
আবেদন শেষ৩১ অক্টোবর ২০২২ তারিখ।
জেলা কিছু জেলা ব্যাতিত সব জেলা ।বিস্তারিত বিজ্ঞপ্তি দেখুন
ওয়েবসাইটhttp://epb.teletalk.com.bd/

রপ্তানি উন্নয়ন ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ বিস্তারিত তথ্য

রপ্তানি উন্নয়ন ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এ প্রকাশিত পদের নাম, সংখ্যা, বেতন-ভাতা, সুযোগ-সুবিধা এবং শিক্ষাগত যোগ্যতা নিচে বিস্তারিতভাবে তুলে ধরা হলো।

ক্রমিক নংপদের নামপদ সংখ্যাগ্রেডশিক্ষাগত যোগ্যতা
সহকারী পরিচালক৯মমার্কেটিং/সমাজবিজ্ঞান/অর্থনীতি/ব্যাবস্থাপনা/পরিসংখ্যান/ ব্যবসা প্রশাসন/লোক প্রশাসন দ্বিতীয় শ্রেণী/সমমানের সিজিপিএ সহ মাস্টার্স ডিগ্রী
গবেষণা কর্মকর্তা৯মমার্কেটিং/সমাজবিজ্ঞান/অর্থনীতি/ব্যাবস্থাপনা/পরিসংখ্যান/ ব্যবসা প্রশাসন/লোক প্রশাসন দ্বিতীয় শ্রেণী/ সমমানের সিজিপিএ সহ মাস্টার্স ডিগ্রী
হিসাবরক্ষক কর্মকর্তা৯মবানিজ্যে দ্বিতীয় শ্রেনীর মাস্টার্স ডিগ্রী
নির্বাহী সহকারী১১তমমার্কেটিং/সমাজবিজ্ঞান/অর্থনীতি/ব্যাবস্থাপনা/পরিসংখ্যান/ ব্যবসা প্রশাসন/লোক প্রশাসন/বানিজ্য/অঙ্ক সহ  দ্বিতীয় শ্রেণী/ সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রী
তদন্তকারী১১ তমমার্কেটিং/সমাজবিজ্ঞান/অর্থনীতি/ব্যাবস্থাপনা/পরিসংখ্যান/ ব্যবসা প্রশাসন/লোক প্রশাসন/বানিজ্য/অঙ্ক সহ  দ্বিতীয় শ্রেণী/ সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রী
সহকারী সম্পাদক১১তম-স্নাতক ডিগ্রী
-সাংবাদিকতা, পাবলিকেশন্স,ট্রেড হ্যান্ডবুক তৈরির ক্ষেত্রে অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে।
ফটোগ্রাফার১২তম-এইচ এস সি পাশ
-ফটোগ্রাফার হিসাবে ৫ বছরের অভিজ্ঞতা
সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর১৩তম-দ্বিতীয় শ্রেণী/সমমানের জিপিএ সহ স্নাতক / সমমানের ডিগ্রী থাকে হবে
-কম্পিউটার চালনায় দক্ষ হতে হবেটাইপিং এ স্পীড টেস্টে উত্তীর্ণ হতে হবে
কম্পিউটার অপারেটর১৩তম-বিজ্ঞান বিভাগ থেকে দ্বিতীয় শ্রেণী/সমমানের জিপিএ সহ স্নাতক / সমমানের ডিগ্রী থাকে হবে
-কম্পিউটার চালনায় দক্ষ হতে হবেটাইপিং এ স্পীড টেস্টে উত্তীর্ণ হতে হবে
১০ইউডিএ কাম অ্যাকাউন্ট্যান্ট১৪ তমবানিজ্য বিভাগ থেকে স্নাতক দীগ্রী থাকতে হবে।
১১হিসাব সহকারী (ইউডিএ)-১৪ তমবানিজ্য বিভাগ থেকে স্নাতক দীগ্রী থাকতে হবে।
১২সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর১৪তম-দ্বিতীয় শ্রেণী/সমমানের জিপিএ সহ স্নাতক / সমমানের ডিগ্রী থাকে হবে
-কম্পিউটার চালনায় দক্ষ হতে হবেটাইপিং এ স্পীড টেস্টে উত্তীর্ণ হতে হবে
১৩অভ্যর্থনাকারী১৪তমস্নাতক ডিগ্রী
১৪টেলিফোন অপারেটর১৬তম-এইচ এস সি পাস হতে হবে
-টেলিফোণ এক্সচেঞ্জ বা পিবিএক্স বোর্ড এ দুই বছরের অভিজ্ঞতা থাকে হবে
১৫নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক১৬তমএইচ এস সি পাশকম্পিউটার চালনায় দক্ষ্ররা অগ্রাধিকার পাবে
১৬কম্পিউটেটর১৬তম-এইচ এস সি পাশ ২য় শ্রেনী থাকতে হবে
-কম্পিউটার চালনায় দক্ষ্ররা অগ্রাধিকার পাবে
১৭গাড়ীচালক১৬তম-জে এস সি পাশ
-হালকা গাড়ি চালনার বৈধ লাইসেন্স থাকতে হবে
-অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে
১৮অফিস সহায়ক২০তমএস এস সি পাশ হতে হবে
১৯অফিস সহায়ক কাম নিরাপত্তাপ্রহরী২০ তমএস এস সি পাশ হতে হবে

রপ্তানি উন্নয়ন ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের যোগ্যতা

রপ্তানি উন্নয়ন ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এ উল্লেখিত প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা আলাদাভাবে দেয়া হয়েছে । পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতা বিস্তারিত বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।

রপ্তানি উন্নয়ন ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি চাকরির আবেদনের বয়সসীমা

  • রপ্তানি উন্নয়ন ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এ উল্লেখিত পদের জন্য  আগ্রহী প্রার্থীর বয়স ২৫ মার্চ ২০২২ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
  • তবে বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।

রপ্তানি উন্নয়ন ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের নিয়ম

  • রপ্তানি উন্নয়ন ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ্গুলোতে আবেদন করতে  আগ্রহী প্রার্থীদেরকে এই ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
  •  আগামী ৩১ অক্টোবর পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন।

আবেদন ফি এর পরিমান

  • অনলাইনে আবেদন কারীকে ৭২ ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেইড নাম্বার থেকে আবেদন ফি জমা দিতে হবে।
  • ১ থেকে ৩ নং পদের জন্য ্চার্জ সহ ২২৪ টা জমা দিতে হবে
  • ৪ থেকে ১৭ নং পদের জন্য চার্জ সহ ১১২ টাকা জমা দিতে হবে
  • ১৮ ও ১৯ পদের জন্য চার্জ সহ ৫৬ টাকা জমা দিতে হবে
  • আবেদন ফি এসএমএস এর মাধ্যমে পাঠাতে হবে

রপ্তানি উন্নয়ন ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি প্রয়োজনীয় তথ্য

  • সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরিক্ষা নেয়া হবে
  • মৌখিক পরিক্ষার সময় সকল সনদের মুল কপি দেখাতে হবে
  • মুক্তি যোদ্ধা ও এতিম কোটার জন্য যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত সনদের সত্যায়িত অনুলিপি জাম দিতে হবে
  • একই প্রার্থী একাধিক পদের জন্য আবেদন করতে পারবেনা
  • অনলাইনে জমা দেয়া আবেদন কপি প্রিন্ট করে রাখতে হবে
  • অনলাইনে জমা দেয়া সকল তথ্য প্রার্থীকে নিজ দায়ীত্ত্বে চেক করে দেখতে হবে এবং সকল তথ্য সত্য বলে ঘোষণা দিতে হবে
  • কোনো তথ্য প্রদানের ক্ষেত্রে মিথ্যা বা জালিয়াতির আশ্রয় নিতে তার প্রার্থীতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নিতে পারবে।

রপ্তানি উন্নয়ন ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের সময়সীমা

  • আবেদন করা শুরু হবে ২ অক্টোবর ২০২২ তারিখ থেকে।
  • আবেদন করা শেষ হবে ৩১ অক্টোবর ২০২২ তারিখ ।

রপ্তানি উন্নয়ন ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি 2022 অফিসিয়াল নোটিস

রপ্তানি-উন্নয়ন-ব্যুরো-নিয়োগ-বিজ্ঞপ্তি-২০২২
রপ্তানি-উন্নয়ন-ব্যুরো-নিয়োগ-বিজ্ঞপ্তি-২০২২-০১
রপ্তানি-উন্নয়ন-ব্যুরো-নিয়োগ-বিজ্ঞপ্তি-২০২২-০২
রপ্তানি-উন্নয়ন-ব্যুরো-নিয়োগ-বিজ্ঞপ্তি-২০২২-০৩

একাধিক পদে রপ্তানি উন্নয়ন ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশ, রপ্তানি উন্নয়ন ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, ৪৯টি শূন্যপদে রপ্তানি উন্নয়ন ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি 2022,রপ্তানি উন্নয়ন ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি Govt Job

Leave a Comment