ডাচ্ডাচ্-বাংলা ব্যাংকে ঊর্ধ্বতন কর্মকর্তা নিয়োগ ২০২৩-Dutch-Bangla Bank Senior Officer Recruitment 2023 ঃ ডাচ্-বাংলা ব্যাংকে ঊর্ধ্বতন কর্মকর্তা নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। বেসরকারি খাতের বানিজ্যিক ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড বিভিন্ন পদে দক্ষ ও যোগ্য উর্ধতন জনবল নিয়োগের জন্য সম্প্রতি এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড ১৪টি পদে প্রয়োজন অনুযায়ী ঊর্ধ্বতন কর্মকর্তা নিয়োগ করবে। উল্লেখিত পদ গুলোতে চাকরি করতে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ৩০ সেপ্টেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত ।
ডাচ্-বাংলা ব্যাংকে ঊর্ধ্বতন কর্মকর্তা নিয়োগ ২০২৩
- প্রতিষ্ঠানের নামঃ ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড
- চাকরির ধরনঃ ব্যাঙ্কের চাকরি
- নিয়োগের ধরনঃ স্থায়ী
- ক্যাটাগরি ঃ ১৪
- নিয়োগ সংখ্যাঃ ১৪
- আবেদনের মাধ্যমঃ অনলাইনে আবেদন করতে হবে
- আবেদনের তারিখঃ ৩০ সেপ্টেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত ।
- ওয়েব সাইটঃ http://app.dutchbanglabank.com/Online_Job
ডাচ্-বাংলা ব্যাংকে ঊর্ধ্বতন কর্মকর্তা নিয়োগ পদের বিবরণ ২০২৩
১. জেনারেল সার্ভিস (জিএসডি) ঃ ০১ জন
২. ট্রেজারি (ফ্রন্ট অফিস)ঃ ০১ জন
৩. মোবাইল ব্যাংকিং (এমএফএস) ঃ০১
৪. অ্যাজেন্ট ব্যাংকিং (এবিডি) ঃ ০১ জন
৫. রিটেইল বিজনেস (আরবিডি)ঃ ০১ জন
৬. আইডি (ট্রেজারি ব্যাক অফিস)ঃ ০১ জন
৭. এসএমই ঃ ০১ জন
৮. ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন (করপোরেট/এসএমই/রিটেইল)ঃ ০১ জন
৯. স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট (এসএএমডি) ঃ ০১ জন
১০. কেন্দ্রীয় ট্রেড সার্ভিস (সিটিএস)ঃ ০১ জন
১১. মানবসম্পদ ঃ ০১ জন
১২. রিস্ক ম্যানেজমেন্ট (আরএমডি)ঃ ০১ জন
১৩. ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট (করপোরেট/এসএমই/রিটেইল) ঃ ০১ জন
১৪. করপোরেট ক্যাশ ম্যানেজমেন্ট ঃ ০১ জন