ডেসকো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

ডেসকো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২-Desco niyog biggopti : ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) বিভিন্ন পদে জনবল নিয়োগ করবে। ৮১ জন চাকরি দেবে ডেসকো মোট ১০ টি পদের জন্য । আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।  ডেসকো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২-এ বর্ণিত যোগ্যতা পুরণ সাপেক্ষে আপনিও আবেদন করতে পারবেন। ঢাকাইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এর তথ্য সমুহ এক নজরে দেখে নিতে পারেন নিচের ছকে।

সাপ্তাহিক চাকরির খবর পত্রিকায় বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেয়া আছে । তাছাড়াও পেট্রোবাংলায় নিয়োগ এর খবর, নেকটারে নিয়োগ এর খবর, সুন্দবন গ্যাস কোম্পানি লিমিটেড এ চাকরির খবর জনাতে পারবেন চাকরি আছে ডট কম জব সাইটে। চাকরির খবরের পাশাপাশি ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন পরামর্শ বিশেষ করে বিসিএস প্রিলিমিনারি সিলেবাস , প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি এর জন্য টিপস, সরকারি চাকরির পরীক্ষা ভালো করার উপায় নিয়ে পরামর্শ পেতে পারেন এই চাকরি আছে জব সাইটে।

ডেসকো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

১৯৯৪ ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেড এর যাত্রা শুরু হয়। সরকারি মালিকানাধীন দেশের প্রথম বিদ্যুৎ বিতরণ কোম্পানি হিসেবে কাজ শুরু করে ডেসকো।  ১২ (বার) সদস্যের বোর্ড দ্বারা বর্তমানে ডেসকো পরিচালিত হচ্ছে। কার্ক্রমকে গতিশীল করার জন্য ডেসকোনিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশ করে ডেসকোতে চাকরির সুযোগ করে দিয়েছে যেখানে লাগবেনা কোনো অভিজ্ঞতা।

পদের নামপদসংখ্যাবেতন স্কেলযোগ্যতা
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (টেকনিক্যাল)১৮৫১,০০০ টাকা  মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি ধারি হতে হবে।
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অ্যাডমিন৫১,০০০ টাকাএইচ আর এম, ম্যানেজমেন্ট বা সমমানের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফাইন্যান্স)৫১,০০০ টাকাফাইন্যান্স বা হিসাববিজ্ঞান  এ স্নাতকোত্তর ডিগ্রি কিংবা এমবিএ ।
সাব–অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (টেকনিক্যাল)

২৩৩৯,০০০ টাকাপাওয়ার ইঞ্জিনিয়ারিং,মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার, সিভিল, ইন্ডাস্ট্রিয়াল বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অ্যাডমিন)৩৯,০০০ টাকাএইচ আর এম, ম্যানেজমেন্ট বা সমমানের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফাইন্যান্স)৩৯,০০০ টাকাফাইন্যান্স বা হিসাববিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি বা এমবিএ দিগ্রি থাকতে হবে
সাবস্টেশন অ্যাটেনডেন্ট

২৪,০০০ টাকাবিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাস হতে হবে।
অ্যাসিস্ট্যান্ট কমপ্লেইন্ট সুপারভাইজার২৪,০০০ টাকা  উচ্চ মাধ্যমিক পাস
অ্যাসিস্ট্যান্ট লাইনম্যান১২২৩,০০০ টাকামাধ্যমিক বা এসএসসি পাস
স্পেশাল গার্ড১৮,০০০ টাকাঅবসরপ্রাপ্ত সৈনিক বা কনস্টেবল সাথে  আট বছরের চাকরির অভিজ্ঞতা আবশ্যক।

ডেসকোতে চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা

ডেসকো নিয়োগ সব পদের জন্য অন্যান্য সুবিধা সমুহ

  • বেসিক বেতনের ৫০-৬০ শতাংশ বাসাভাড়া
  • দুটি উৎসব বোনাস,
  • প্রভিডেন্ট ফান্ড,
  • গ্র্যাচুইটি,
  •  চিকিৎসা ভাতা ও
  • যাতায়াত ভাতা প্রদান করা হবে।

আবেদন যেভাবে করা যাবে

অনলাইনে আবেদন করতে হবে : এই লিঙ্কে যান আবেদনের জন্য                                   

ওয়েব  সাইট ভিজিট করুন :  ডেসকোর ওয়েবসাইটের

ডেসকো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ বিস্তারিত জানার জন্য ভিজিট করুন : নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

আবেদন ফি:

  • ১ থেকে ৬ নম্বর পদের জন্য ১ হাজার ৫০০ টাকা   মোবাইল ব্যাংকিংএ
  •  ৭ থেকে ১০ নম্বর পদের জন্য ১ হাজার টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে জমা দিতে
  • মোবাইল ব্যাংকিং  রকেটের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়

  • ৭ মার্চ ২০২২ তারিখের মধ্যে অনলাইনে অবশ্যই আবেদন জমা দিতে হবে ।

আর ও পড়ুন

বিদ্যুৎ বিভাগে চাকরির খবর

Desco Niyog Biggopti 2022

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড চাকরির খবর বিজ্ঞপ্তি হুবহু এই খানে প্রেজেন্ট করা হলো সকলের জন্য দেখে নিন বিস্তারিত।

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

Leave a Comment