বাংলাদেশ সামরিক বাহিনীতে চাকরির বিজ্ঞপ্তি ২০২২

বাংলাদেশ সামরিক বাহিনীতে চাকরির বিজ্ঞপ্তি ২০২২ ঃ Bangladesh Military Job Circular 2022 – জনবল নিয়োগের জন্য বাংলাদেশ সামরিক বাহিনী বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সামরিক বাহিনীর বিশেষ পেশায় সৈনিক পদে ট্রেড-২ এ নারী ও পুরুষ সৈনিক নিয়োগ করা হবে। বাংলাদেশ সামরিক বাহিনীতে সৈনিক পদে চাকরির বিজ্ঞপ্তিতে উল্লেখিত পেশা গুলো বিস্তারিত নিচে দেয়া হলো।

বাংলাদেশ সামরিক বাহিনীতে চাকরির বিজ্ঞপ্তি ২০২২

  • কুক ( মেস)
  • কুক ( ইউনিট)
  • কুক ( হাসপাতাল)
  • ইকুইপমেন্ট অ্যান্ড বু্ট রিপেয়ার ( ইএন্ড বি আর)
  • বান্ডসম্যান ( বাদক)
  • কারপেন্টার
  • পেইন্টার ডেকোরেটর ( পিডি)
  • পেইন্টার
  • টেইলর অ্যান্ড কাটিং ও জয়েনিং ( সি এন্ড যে )

Bangladesh army recruitment

বাংলাদেশ সামরিক বাহিনীতে চাকরির শিক্ষাগত যোগ্যতা

  • এস এস সি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • জি পি এ কম্পক্ষে ২.৫ থাকতে হবে।
  • পেইন্টার ডেকোরেটর ও পেইন্টার পদের জন্য বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাশ হতে হবে।

বাংলাদেশ সামরিক বাহিনীতে চাকরির Age বা বয়সীমা

  • ৫ ফেব্রুয়ারী ২০২২ তারিখে বয়স ১৭ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে।

ট্রেড-২ বিশেষ পেশার জন্য অন্যান্য প্রয়োজনীয় যোগ্যতা

  • কুক- এই পদের আগ্রহী প্রার্থীদের উন্নত ও সু-স্বাদু রান্না করায় দক্ষ হতে হবে।
  • ইকুইপমেন্ট অ্যান্ড বু্ট রিপেয়ার ( ইএন্ড বি আর )- পদের জন্য প্রার্থীকে বুট মেরামত এং সেলাই এর কাজে দক্ষ হতে হবে।
  • টেইলর অ্যান্ড কাটিং ও জয়েনিং ( সি এন্ড যে )-  পদের জন্য আগ্রহীকে সেলাইয়ের উপর কম্পক্ষে তিন মাসের ট্রেইনিং থাকতে হবে এবং শার্ট ও প্যান্ট সেলাই করার কাজে দক্ষতা থাকতে হবে।

অন্যান্য পেশার ক্ষেত্রেও আগ্রহী প্রার্থীদেরকে সংশ্লিষ্ট কাজে দক্ষ এবং পারদর্শী হতে হবে এবং অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবে।

বাংলাদেশ সামরিক বাহিনীতে চাকরি ফিজিক্যাল ফিটনেস বা শারীরিক মান

উচ্চতা

  • পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা কম্পক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে
  • ক্ষুদ্র জাতিগোষ্ঠি ও সম্প্রদায়ের জন্য উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে।
  • নারীদের জন্য উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি হতে হবে
  • ক্ষুদ্র জাতিগোষ্ঠি সম্প্রদায়ের নারীদের জন্য উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি।

বাংলাদেশ সামরিক বাহিনীতে চাকরির বুকের মাপ

  • পুরুষদের জন্য বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং স্ফিত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে।
  • নারীদের জন্য বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি এবং স্ফিত অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে।

সাতার

  • নারী ও পুরুষ উভয় প্রার্থীকে অবশই সাতার জানতে হবে এবং তা কম্পক্ষে ৫০ মিটার

বাংলাদেশ সামরিক বাহিনীতে চাকরির বেতন ও সুযোগ-সুবিধা

  • বিনামূল্যে খাবার ও বাসস্থান দেয়া হবে
  • বিনা মূল্যে সরকারি পোশাক ও ভর্তুকি মূল্যে রেশন দেয়া হবে
  • সামরিক বাহিনী পরিচালিত স্কুলে ছেলে-মেয়েদের উচ্চশিক্ষার সুবিধা দেয়া হবে
  • জাতি সংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহনের সুযোগ পাবে
  • মা-বাবা ও শ্বশুর-শ্বাশুড়ির জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিত সুবিধা প্রদান করা হবে
  • নির্ধারতি স্কেলে বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হবে

বাংলাদেশ সামরিক বাহিনীতে চাকরির আবেদনের সময়সীমা

২৩ জানুয়ারী ২০২২ থেকে আবেদন করা শুরু হবে এবং ৬ ফেব্রুয়ারী ২০২২ পর্যন্ত আবেদন করা যাবে।

বাংলাদেশ সামরিক বাহিনীতে চাকরির তথ্যের জন্য যোগাযোগ

আবেদন বা অন্যান্য তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন-

পরিচালক

পারসোনাল এডমিনিস্ট্রেশান পরিদপ্তর

এডজুটেন্ট জেনারেল শাখা

সেনাবাহিনী সদরদপ্তর

ঢাকা সেনানিবাস।

ফোন ঃ ০১৫০০১২১১২১

অনলাইনে আবেদন বা আরো বিস্তারিত জানার জন্য  ওয়েবসাইট ভিজিট করতে পারেন বা এই লিংকে গিয়ে জানতে পারবেন।

ইউনাইটেড ফাইনান্স লিমিটেডে কর্মী নিয়োগের খবর পেতে ভিজিট করতে পারেন

Leave a Comment